চট্টগ্রাম রবিবার, ০২ এপ্রিল, ২০২৩

২০ জুন, ২০১৯ | ১:৩৬ অপরাহ্ণ

পূর্বকোণ ডেস্ক

২ মাসের মধ্যে ৫০ লাখ টাকা দেয়ার নির্দেশ হাইকোর্টের

রাজধানীতে দুই বাসের চাপায় পা হারানোর পর মারা যাওয়া তিতুমীর কলেজের ছাত্র রাজিবের পরিবারকে ক্ষতিপূরণের টাকা দেয়ার সময়সীমা বেঁধে দিয়েছেন হাইকোর্ট। আগামী ২ মাসের মধ্যে ক্ষতিপূরণের ৫০ লাখ টাকা এ টাকা দিতে বলেছেন হাইকোর্ট।

আজ বৃহস্পতিবার (২০ জুন) বৃহস্পতিবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

নির্দেশে হাইকোর্ট বলেন, ক্ষতিপূরণের  ২৫ লাখ দেবে বিআরটিসি এবং বাকি ২৫ লাখ টাকা দেবে স্বজন পরিবহন।

২০১৮ সালের এপ্রিল মাসে সার্ক ফোয়ারার কাছে বিআরটিসির একটি বাস ও স্বজন পরিবহনের একটি বাসের বেপরোয়া গতির মুখে পড়ে হাত হারান তিতুমীর কলেজের ডিগ্রীর শিক্ষার্থী রাজীব হোসেন (২২)। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট