৭ ফেব্রুয়ারি, ২০২১ | ২:৫২ অপরাহ্ণ
অনলাইন ডেস্ক
সারাদেশে করোনার টিকাদান কার্যক্রমের প্রথম দিনেই গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী করোনার টিকা নিয়েছেন। রবিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১টার পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে তিনি টিকা নেন।
টিকা গ্রহণের পর জাফরুল্লাহ বলেন, ‘ভালো আছি। কোনো ভয় নেই। আমি একইসঙ্গে প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি এখানে এসে টিকাটা নিতে। এতে দেশবাসী আরও বেশি সাহস পাবে।
তিনি বলেন, ‘সাধারণ মানুষদের- আমার রিকশাওয়ালা ভাই, যিনি বাড়ির কাজ করেন, সবাই যাতে টিকা পাবার সুবিধা পায়। সাধারণ মানুষেরই এই টিকাটা বেশি দরকার।’
এছাড়া, বিএসএমএমইউ’র সকল কর্মীকে তিনি আন্তরিক শুভেচ্ছা জানান।
এসময় অন্যদের মধ্যে গণস্বাস্থ্যের গণমাধ্যম উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু, বিএসএমএমইউর প্রফেসর ডা. মুহাম্মদ রফিকুল আলম উপস্থিত ছিলেন।
পূর্বকোণ/এএ
The Post Viewed By: 236 People