৩ ফেব্রুয়ারি, ২০২১ | ২:১১ অপরাহ্ণ
অনলাইন ডেস্ক
ময়মনসিংহের নান্দাইলে কবর খুঁড়তে গিয়ে বাবুল মিয়া নামের ৪০ বছর বয়সী একজনের মৃত্যু হয়েছে।
বুধবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৮টায় নান্দাইলের বিলপাড় গ্রামে এই ঘটনা ঘটে। মৃত বাবুল মিয়া ওই গ্রামের মৌজ আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আবদুল হালিম। তিনি বলেন, নান্দাইল সদর ইউনিয়নের ভাটিসাভার বিলপাড় গ্রামের বাহাদুর আলীর স্ত্রী নূরজাহান (৪৫) মারা যাওয়ার পরে আজ বুধবার সকালে মৃত ব্যক্তির পারিবারিক কবরস্থানে বাবুল মিয়া কবর খুঁড়তে যান। কবর খোড়ার জন্য কিছুক্ষণ কোদাল চালাতেই মাটিতে ঢলে পড়েন বাবুল মিয়া। পরে সেখান থেকে স্থানীয়রা উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাহামুদুর রশিদ বলেন, বাবুল মিয়া হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কবর খোঁড়ার সময় স্ট্রোক করে তিনি মারা যেতে পারেন।
পূর্বকোণ/এএইচ
The Post Viewed By: 278 People