চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

করোনায় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক আবদুল্লাহর স্ত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

২ ফেব্রুয়ারি, ২০২১ | ৫:৩৮ অপরাহ্ণ

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এবিএম আবদুল্লাহর স্ত্রী অধ্যাপক মাহমুদা বেগম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দুপুর ২টা ২৫ মিনিটে রাজধানীর গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

গত ২২ ডিসেম্বর করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন একসময়ে তেজগাঁও কলেজের সমাজকল্যাণ বিভাগে অধ্যাপক মাহমুদা বেগম। করোনা ভাইরাসমুক্ত হলেও নিউমোনিয়া, সেপটিসেমিয়া ও সেপটিক শকজনিত জটিলতায় তাঁর মৃত্যু ঘটে। একই সময়ে ডা. এবিএম আবদুল্লাহও করোনায় আক্রান্ত হন। ডা. এবিএম আবদুল্লাহ ধীরে ধীরে সুস্থ হলেও তার স্ত্রী মাহমুদা বেগমের ফুসফুসে মারাত্মক সংক্রমণ ধরা পড়ে। পরে তাঁর অবস্থার অবনতি হলে আইসিইউতে নেয়া হয়। শারীরিক অবস্থার উন্নতি হলে কেবিনে রেখে চিকিৎসা দেয়া হয় তাকে।

এর মধ্যে গত শুক্রবার (২৯ জানুয়ারি) শ্বাসকষ্ট দেখা দিলে প্রথমে এইচডিইউতে হাইফ্লো অক্সিজেন দেয়া হয়। একপর্যায়ে আইসিইউতে নিয়ে লাইফ সাপোর্ট দেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাহমুদা বেগম।

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট