চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

ঢাকা-দুবাই রুটে ইউএস বাংলার ফ্লাইট শুরু

বিজ্ঞপ্তি

১ ফেব্রুয়ারি, ২০২১ | ১১:৫১ অপরাহ্ণ

ইউএস-বাংলা এয়ারলাইন্স সোমবার (১ ফেব্রুয়ারি) থেকে ঢাকা-দুবাই রুটে ফ্লাইট পরিচালনা শুরু করেছে। দশম আন্তর্জাতিক রুট হিসেবে মধ্যপ্রাচ্যের অন্যতম গন্তব্য দুবাই অন্তর্ভুক্তি হওয়ায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের অগ্রযাত্রা আরো সুদৃঢ় হবে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আন্তর্জাতিক টার্মিনাল ভবনে ঢাকা-দুবাই রুটে ফ্লাইট শুরুর পূর্বে কেক কেটে আনুষ্ঠানিকভাবে ফ্লাইটটির কার্যক্রম উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান।

এছাড়া বিশেষ অতিথি ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য-অপারেশনস্ এন্ড প্লানিং এয়ার কমোডর মো. খালিদ হোসাইন, সদস্য-ফ্লাইট স্টান্ডার্ড এন্ড রেগুলেশনস্ গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী এম জিয়া উল কবির, পরিচালক-হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএস-বাংলা এয়ারলাইন্স এর চিফ এক্সিকিউটিভ অফিসার ক্যাপ্টেন শিকদার মেজবাহউদ্দিন আহমেদ।

ঢাকা-দুবাই রুটের ফ্লাইট উদ্বোধনী অনুষ্ঠানে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ইউএস-বাংলা এয়ারলাইন্স ও অন্যান্য বিমান সংস্থার কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

পূর্বকোণ/পি-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট