১ ফেব্রুয়ারি, ২০২১ | ৯:২৮ অপরাহ্ণ
পূর্বকোণ ডেস্ক
ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মো. মুশফিকুর রহমান। মন্ত্রিপরিষদ বিভাগে সংযুক্ত অতিরিক্ত এই সচিবকে প্রেষণে ধর্ম মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানটির সর্বোচ্চ পদে নিয়োগ দেয়া হয়।
সোমবার (১ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক আদেশ জারির মাধ্যমে এই নিয়োগ কার্যকর হয়। একই প্রজ্ঞাপনে শ্রম অধিদপ্তরে নতুন মহাপরিচালক (ডিজি) ও বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনে (বিআরটিসি) নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।
এই দুই পদে নিয়োগ পেয়েছেন যথাক্রমে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব মো. কামরুজ্জামান এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. তাজুল ইসলাম। এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) বর্তমান মহাপরিচালক (ডিজি) আনিস মাহমুদকে বিদ্যুৎ বিভাগের টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কতৃপক্ষের সদস্য হিসেবে নিয়োগ দেয়া হয়।
পূর্বকোণ/আরপি
The Post Viewed By: 307 People