চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

হাঙ্গেরিকে ৫ হাজার করোনা টিকা দেয়ার সিদ্ধান্ত বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক

৩১ জানুয়ারি, ২০২১ | ৩:০৪ অপরাহ্ণ

ইউরোপের দেশ হাঙ্গেরিকে আবেদনের পরিপ্রেক্ষিতে পাঁচ হাজার করোনার টিকা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম রবিবার (৩১ জানুয়ারি) এ কথা জানান। তিনি বলেন, ‘আমাদের কাছে থাকা স্টক থেকে হাঙ্গেরি আমাদের কাছে পাঁচ হাজার টিকা চেয়েছে।’

এছাড়া লাতিন আমেরিকার দেশ বলিভিয়াও বাংলাদেশের কাছে কিছু টিকা চেয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রণালয় এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-এস্ট্রাজেনেকার করোনা টিকার তিন কোটি ডেজ কিনেছে বাংলাদেশ। ইতোমধ্যে ৫০ লাখ ডোজ ইতোমধ্যে দেশে এসে পৌঁছেছে। এছাড়া উপহার হিসেবে ভারতের পাঠানো আরও ২০ লাখ ডোজ টিকা দেশে এসেছে।

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট