২৭ জানুয়ারি, ২০২১ | ৪:৩৬ অপরাহ্ণ
অনলাইন ডেস্ক
কুর্মিটোলা জেনারেল হাপসপাতালে করোনা টিকাদানের আনুষ্ঠানিক কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার (২৭ জানুয়ারি) বিকাল চারটার দিকে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রী ঘোষণার পরই প্রথমে ভ্যাকসিন নেন রুনু ভেরোনিকা কস্তা। এরপর আরও ৪ জনকে টিকা দেয়া হয়। এসময় তাদের প্রত্যেককে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শুধু কুর্মিটোলা জেনারেল হাসপাতালেই টিকা দেয়া হবে। বাকি চার হাসপাতালে আগামীকাল বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) থেকে শুরু হবে প্রাথমিক পর্যায়ের টিকাদান কর্মসূচি।
পূর্বকোণ/এএ
The Post Viewed By: 212 People