চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

দেশে এল সেরাম থেকে কেনা ৫০ লাখ করোনার টিকা

অনলাইন ডেস্ক

২৫ জানুয়ারি, ২০২১ | ১২:৫৯ অপরাহ্ণ

ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কেনা আরও ৫০ লাখ ডোজ করোনার টিকা দেশে এসেছে। সোমবার (২৫ জানুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে ভারতের মুম্বাই থেকে ভ্যাকসিনবাহী ওয়ার চার্টার ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

এসব করোনার ভ্যাকসিন পরিবহনের জন্য বিমানবন্দরের ৮ নম্বর গেটে বিশেষ মিনি কাভার্ড ভ্যান রানওয়েতে যেতে বাইরে অপেক্ষা করছে।

স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা ডা. শাহরিয়ার সাজ্জাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

টিকার চালান গ্রহণ করতে বিমানবন্দরে উপস্থিত হন বেক্সিমকোর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নাজমুল হাসান পাপন।

এ ভ্যাকসিনগুলো বিমানবন্দর থেকে নেওয়া হবে টঙ্গীতে অবস্থিত বেক্সিমকোর ওয়্যারহাউজে। সেখাসেই সংরক্ষণ করা হবে ভ্যাকসিনগুলো। এ মিনি কাভার্ডভ্যানগুলোকে পুলিশ প্রহরায় নিয়ে যাওয়া হবে।
এর আগে গত বৃহস্পতিবার ভারতের উপহার হিসেবে দেওয়া অক্সফোর্ড-এস্ট্রাজেনেকার ২০ লাখ ৪ হাজার করোনার টিকা ‘কভিশিল্ড’ বাংলাদেশে আসে।

বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. তাজুল জানান, বিমানবন্দর থানার একটি ও উত্তরা পশ্চিম থানার একটি মোট দু’টি টিম আব্দুল্লাহপুর পর্যন্ত কড়া নিরাপত্তায় ভ্যাকসিনবাহী মিনি কাভার্ডভ্যানগুলো নিয়ে যাবে। এরপর গাজীপুর জেলা পুলিশের টিম আব্দুল্লাহপুর থেকে নিয়ে যাবে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট