২৪ জানুয়ারি, ২০২১ | ৪:০৯ অপরাহ্ণ
অনলাইন ডেস্ক
করোনার (কোভিড-১৯) এন্টিবডি পরীক্ষার অনুমতি দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। এখন থেকে কিট দিয়ে এন্টিবডি পরীক্ষা করা যাবে বলে তিনি জানান। রবিবার (২৪ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ এন্টিবডি পরীক্ষার দাবি ছিল বহুদিনের। আমরা এখন থেকে এন্টিবডি টেস্ট করার অনুমতি দিচ্ছি। আজ আপনাদের যখন বললাম, তখন থেকেই এটা চালু হয়ে গেল।’
সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘২০ লাখ ভ্যাকসিন আমরা পেয়েছি। আগামীকাল (সোমবার) আমাদের আরও ৫০ লাখ ভ্যাকসিন আসবে আশা করছি। এজন্য সব প্রস্তুতি নেয়া হয়েছে।’
পূর্বকোণ/এএ
The Post Viewed By: 222 People