চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

প্রথম দিন ২৫ জনকে দেয়া হবে করোনা টিকা: স্বাস্থ্য সচিব

নিজস্ব প্রতিবেদক

২০ জানুয়ারি, ২০২১ | ৮:৪৬ অপরাহ্ণ

কুর্মিটোলা হাসপাতালে ফ্রন্টলাইনারসহ ২৫ জনকে প্রথম দিন করোনা টিকা দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব আবদুল মান্নান।

আজ বুধবার (২০ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় তিনি।

স্বাস্থ্য সচিব  বলেন, ফ্রন্টলাইনে যারা কাজ করছেন তারা ছাড়াও শিক্ষক, মুক্তিযোদ্ধা, সেনাবাহিনী, পুলিশ, সিভিল প্রশাসন ও গণমাধ্যম কর্মীদের প্রতিনিধি থাকবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তৃতা দেবেন।

হাসপাতালের বাইরে কেন্দ্র হবে না জানিয়ে আবদুল মান্নান বলেন, হাসপাতালের বাইরে কোনো কেন্দ্র হবে না, কারণ সবাইকে পর্যবেক্ষণে রাখা হবে। ভ্যাকসিন নেয়া সবাই টেলিমেডিসিনের আওতায় থাকবে।

তিনি বলেন, প্রতিদিন ভ্যাকসিন বুলেটিন প্রচার করা হবে। প্রতি টিমে দু’জন ভ্যাকসিনেটর ও চারজন স্বেচ্ছাসেবক থাকবেন, যাদের ভ্যাকসিন দেয়া হবে তাদের টেলিমেডিসিন সুবিধা দেওয়া হবে। রাখা হবে ফলোআপে।

পূর্বকোণ/মামুন

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট