১৯ জানুয়ারি, ২০২১ | ৯:২৩ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ সেনাবাহিনীকে শুভেচ্ছা উপহার হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত ৫টি কুকুর উপহার দিয়েছে ভারতীয় সেনাবাহিনী।
মঙ্গলবার (১৯ জানুয়ারি ) বেলা ২টায় যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে আনুষ্ঠানিকভাবে এসব কুকুর হস্তান্তর করে ভারতীয় সেনাবাহিনী।
বিষয়টি নিশ্চিত করে সাভার ক্যান্টনমেন্টে থেকে আসা এসএসএফ সদস্য এনামুল হক বলেন, ভারতের উত্তর প্রদেশ সেনানিবাস থেকে কুকুরগুলো প্রথমে কলকাতার চাসাড়া সেনানিবাসে আনা হয়। সেখান থেকে পেট্রাপোল বিএসএফ ক্যাম্পে আনা হয়। পরে আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে ভারতের পেট্রাপোল বিএসএফ ক্যাম্প থেকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে হস্তান্তর করা হয়।
পূর্বকোণ/মামুন
The Post Viewed By: 287 People