চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

আগামীকাল নয়, ভারতের টিকা আসছে বৃহস্পতিবার

পূর্বকোণ ডেস্ক

১৯ জানুয়ারি, ২০২১ | ৬:২৬ অপরাহ্ণ

আগামীকাল বুধবার নয়, ভারতের টিকা দেশে আসবে বৃহস্পতিবার। ভারতীয় কূটনৈতিক সূত্র মঙ্গলবার (১৯ জানুয়ারি) এ কথা জানিয়েছে।

এদিন দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরে সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ফ্লাইট শিডিউল অনুযায়ী ভারত থেকে বাংলাদেশে টিকা আসবে। সেটা আগামীকাল বা পরের দিনও হতে পারে। ফ্লাইট শিডিউল এখনো জানা যায়নি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, শুরুতে উপজেলা ও জেলা পর্যায়ে টিকা দেয়া হবে। প্রথম আসা টিকা দেয়া শুরু হবে ঢাকায়। দেশের কোনো গুরুত্বপূর্ণ মানুষকে টিকা দেয়ার মাধ্যমে টিকা কার্যক্রম শুরু হবে না। প্রথমে স্বাস্থ্যকর্মী ও অন্য কর্মীদের মধ্যে টিকা দেওয়া হবে।

ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রে সোমবার (১৮ জানুয়ারি) জানা যায়, আগামীকাল ভারত সরকার বাংলাদেশের মানুষকে উপহার হিসেবে ২০ লাখ টিকা দিচ্ছে। তারা দ্রুততম সময়ে টিকা দেয়ার সব ধরনের চেষ্টা চালাচ্ছে। আজ কূটনৈতিক সূত্রে বৃহস্পতিবার টিকা আসার কথা জানানো হল।

ভারতের সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে টিকা কেনার জন্য বাংলাদেশ সরকার, বেক্সিমকো ফার্মা ও সেরামের মধ্যে চুক্তিও আছে। এই চুক্তি অনুযায়ী, ২৫ জানুয়ারির মধ্যে ৫০ লাখ টিকা আসার কথা রয়েছে। তবে উপহার হিসেবে আসা ২০ লাখ টিকা এর আওতামুক্ত থাকবে।

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট