১৮ জানুয়ারি, ২০২১ | ৩:৪৮ অপরাহ্ণ
অনলাইন ডেস্ক
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৬ জন। এ নিয়ে মোট মারা গেছেন ৭ হাজার ৯২২ জন।
সোমবার (১৮ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৬৯৭ জন। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫ লাখ ২৮ হাজার ৩২৯ জন। এছাড়া ২৪ ঘণ্টায় ৭৩৬ জন এবং এখন পর্যন্ত ৪ লাখ ৭৩হাজার ১৭৩ জন সুস্থ হয়ে উঠেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ১৯৯টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১২ হাজার৮২৯ টি নমুনা সংগ্রহ এবং ১২ হাজার ৭০৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৩৪ লাখ ৭০ হাজার ১৬০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
পূর্বকোণ/এএ
The Post Viewed By: 212 People