১৬ জানুয়ারি, ২০২১ | ৪:০২ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২১ জন। এ নিয়ে মোট মারা গেছেন সাত হাজার ৮৮৩ জন।
শনিবার (১৬ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৫৭৮ জন। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫ লাখ ২৭ হাজার ৬৩ জন।
এছাড়া এ সময়ে সুস্থ হয়ে উঠেছেন আরও ৬৩৩ জন রোগী। তাতে এ পর্যন্ত সুস্থ হওয়া রোগীর মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৭১ হাজার ৭৫৬ জনে।
পূর্বকোণ/আরপি
The Post Viewed By: 260 People