চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

কারাগারে মারা গেলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি

নিজস্ব প্রতিবেদক

১৬ জানুয়ারি, ২০২১ | ১:২২ অপরাহ্ণ

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। মৃত কয়েদির নাম কান্তি মারাক (৪৪)।

শনিবার (১৬ জানুয়ারি) সকাল ৮টার দিকে তাকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কান্তি মারাক শেরপুরের নালিতাবাড়ী থানার পানিহাতা কেকামারি এলাকার নিতিশ মান্দার ছেলে।

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেল সুপার মো. গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, কান্তি মারাক নালিতাবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়ে গত তিন বছর ধরে কারাগারে বন্দি ছিলেন। সকালে হঠাৎ তিনি অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়লে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে পরীক্ষা-নিরীক্ষা করে সকাল ৮টার দিকে ডাক্তার কান্তিকে মৃত ঘোষণা করেন। কারাগারে তার কয়েদি নং-৪৩২২/এ। আইনি প্রক্রিয়া শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট