চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

দুর্ভোগ: ইভিএমে প্রতি ভোটে ২০ মিনিট পার

পূর্বকোণ ডেস্ক

১৬ জানুয়ারি, ২০২১ | ১২:০৪ অপরাহ্ণ

কুমিল্লার চান্দিনা পৌরসভা নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোট প্রদানে ভোগান্তিতে পড়েছেন ভোটাররা। প্রতিটি ভোটের জন্য গড়ে ৫ থেকে ২০ মিনিট পর্যন্ত সময় ব্যয় হচ্ছে। মাঠপর্যায়ে ইভিএম নিয়ে ব্যপক প্রচারণা না থাকায় ভোট গ্রহণে অনেকটা ত্যক্ত-বিরক্তও হতে হচ্ছে দায়িত্বরতদের কেউ কেউ। উপজেলার রারিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে শনিবার (১৬ জানুয়ারি) সকাল ১০টায় গিয়ে দেখা যায়, দু’ঘণ্টায় ভোট দিতে পেরেছেন মাত্র ২১ জন।

এর আগে সকাল ৮টায় সরেজমিনে গিয়ে চান্দিনা পৌরসভার বিশ্বাস সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে গিয়ে নারী ও পুরুষ ভোটারদের ব্যপক উপস্থিতি দেখা যায়। সকাল সাড়ে ৮টায় ৬ নম্বর কক্ষে গিয়ে দেখা যায় ৩০ মিনিটে মাত্র ৫ জনকে ভোট দিতে দেখা যায়।

একই চিত্র কেন্দ্রের অন্যান্য বুথেও। ভোটারদের অভিযোগ বাড়ি বাড়ি গিয়ে প্রার্থীদের লোকজন ইভিএম বিষয়ে তাদের ভোট দেয়ার পদ্ধতি না জানানোর কারণে ভোট দিতে দেরি হচ্ছ। ভোট দিতে এসে এমন বিড়ম্বনার শিকার ভুক্তভোগীরা জানান, জীবনে প্রথম এ পদ্ধতি দেখেছি। তাই ভোট দিতে দেরি হয়েছে। বাড়ি গিয়ে কেউ এ পদ্ধতি দেখিয়ে আসেনি।

ওই ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার আতিক উল্লাহ জানান, ভোটকেন্দ্রে ইভিএম বিষয়ে ভোটারদের জন্য প্রদর্শনীর আয়োজন করেছিলাম। অধিকাংশ ভোটার এতে আসেনি। তাই ভোট প্রদানে আমাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।

প্রসঙ্গত, ৯টি ওয়ার্ডের সমন্বয়ে গঠিত এ পৌরসভায় মোট ভোটার ৩১ হাজার ৮৪৮ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ৬৭৮ ও নারী ভোটার ১৬ হাজার ১৭০ জন।

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট