১২ জানুয়ারি, ২০২১ | ৩:৫৯ অপরাহ্ণ
অনলাইন ডেস্ক
সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যু হয়েছে ৭ হাজার ৮১৯ জনের।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, দেশে নতুন করে আরও ৭১৮ জনের শরীরে করোনার জীবাণু পাওয়া গেছে। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫ লাখ ২৪ হাজার ২০ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৯৬৩ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৬৮ হাজার ৬৮১ জন।
মঙ্গলবার (১২ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৯৪টি পরীক্ষাগারে ১৪ হাজার৭৯১ টি নমুনা সংগ্রহ এবং ১৪ হাজার ৩৬৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৩৩ লাখ ৮৫ হাজার ৭৭৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৪৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।
পূর্বকোণ/এএ
The Post Viewed By: 127 People