চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

বাংলাদেশের কাছে ৪ ডলারে প্রতি ডোজ টিকা বিক্রি করবে সেরাম

অনলাইন ডেস্ক

১২ জানুয়ারি, ২০২১ | ১২:৫৭ অপরাহ্ণ

ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-এস্ট্রাজেনেকার করোনার টিকার ৩ কোটি ডোজ দেয়ার ঘোষণা দিয়েছিল প্রতিষ্ঠানটি। তবে ঠিক কত দামে সেই টিকা বাংলাদেশের কাছে বিক্রি করছে তা এতদিন অজানাই ছিল।

অবশেষে জানা গেছে, সেরাম ইনিস্টিটিউট প্রতি ডোজ করোনা ভ্যাকসিনের জন্য বাংলাদেশের কাছ থেকে চার ডলারে বিক্রি করবে। আর এই দাম ভারতে টিকাটির দামের চাইতে ৪৭ শতাংশ বেশি। বার্তা সংস্থা রয়টার্স মঙ্গলবার (১২ জানুয়ারি) এক প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক অন্তত তিনটি শর্তে এ তথ্য নিশ্চিত করেছে।

রয়টার্স জানায়, সেরাম ভারতে দুইশ রুপি বা ২.৭২ ডলারে (বাংলাদেশি মুদ্রায় ২৩০ দশমিক ৯৪ টাকা) প্রতি ডোজ করোনার টিকা বিক্রি করবে। আর বাংলাদেশের কাছে ৪ ডলার বা ৩৩৯ দশমিক ৬২ টাকায় প্রতি ডোজ টিকা বিক্রি করবে।

প্রসঙ্গত, গত নভেম্বরে বাংলাদেশ করোনা ভ্যাকসিনের জন্য ভারতের সেরাম ইনস্টিটিউটের সাথে চুক্তি করে। চুক্তি অনুযায়ী, সেরাম প্রতি মাসে ৫০ লাখ করে ছয় মাসে বাংলাদেশকে মোট তিন কোটি ডোজ করোনার ভ্যাকসিন দেবে।

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট