চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

করোনার টিকা পেতে নিবন্ধন ২৬ জানুয়ারি থেকে: স্বাস্থ্য ডিজি

নিজস্ব প্রতিবেদক

১১ জানুয়ারি, ২০২১ | ৭:৩০ অপরাহ্ণ

আগামী ২৬ জানুয়ারি থেকে করোনার টিকার নিবন্ধন শুরু হবে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এই টিকা দেয়া শুরু হবে। চলতি মাসের ২১ থেকে ২৫ তারিখের মধ্যে দেশে করোনাভাইরাসের টিকা আসবে।

রাজধানীতে এক সংবাদ সম্মেলনে সোমবার (১১ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম এসব কথা বলেন। সরকারের করোনা টিকাবিষয়ক পরিকল্পনা বিস্তারিত জানাতে স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে গত ১০ ডিসেম্বর রাজধানীর বিসিপিএস ভবনে হাম-রুবেলার টিকা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছিলেন, আগামী মাসের (জানুয়ারি) প্রথম ভাগে দেশে করোনার টিকা আসবে। ভারতের সিরাম ইনস্টিটিউটে উৎপাদন করা অক্সফোর্ড-এস্ট্রাজেনেকার টিকা আনবে সরকার। এই টিকা আনার জন্য আগেই চুক্তি করা হয়েছে বলেও স্বাস্থ্যমন্ত্রী।

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট