১১ জানুয়ারি, ২০২১ | ৪:১০ অপরাহ্ণ
অনলাইন ডেস্ক
সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যু হয়েছে ৭ হাজার ৮০৩ জনের।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, দেশে নতুন করে আরও ৮৪৯ জনের শরীরে করোনার জীবাণু পাওয়া গেছে। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫ লাখ ২৩ হাজার ৩০২ জনে।
সোমবার (১১ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এছাড়া গত একদিনে ৯১৭ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৬৭ হাজার ৭১৮ জন।
অধিদপ্তর জানায়, ১৯৩টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ১৮১ টি নমুনা সংগ্রহ এবং ১৪ হাজার ৯৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৩৩ লাখ ৭১ হাজার ৪১৬ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
পূর্বকোণ/এএ
The Post Viewed By: 145 People