চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

দুর্ঘটনার কবলে প্রশিক্ষণ বিমান, রাজশাহীতে ফ্লাইট ওঠা-নামা বন্ধ

৯ জানুয়ারি, ২০২১ | ৫:২৪ অপরাহ্ণ

রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

শনিবার (৯ জানুয়ারি) বিকেল ৩টায় বিমানবন্দরের রানওয়েতে এই ঘটনা ঘটে।

রাজশাহী বিমানবন্দরের ব্যবস্থাপক দিলারা পারভিন বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার বিকেলে গ্যালাক্সি ফ্লাইং একাডেমির একটি প্রশিক্ষণ বিমান (মডেল নং- S2AFK) অবতরণের সময় হার্ড ল্যান্ডিং এর কারণে দুর্ঘটনার কবলে পড়ে। এ সময় প্রশিক্ষণ বিমানের ডান পাশের একটি চাকা গোড়া থেকে ভেঙে যায়। পরে আবারও আকাশে উড্ডয়নের চেষ্টা করলে হুমড়ি খেয়ে সামনের বড় চাকাটি গোড়া থেকে ভেঙে যায়।

দিলারা পারভিন জানান, ওই প্লেনটিতে গ্যালাক্সি ফ্লাইং একাডেমির চিফ ফ্লাইং প্রশিক্ষক ক্যাপ্টেন মশিউর রহমান নিজেই চালক হিসেবে ছিলেন। তার সঙ্গে একজন প্রশিক্ষণার্থী রায়হান গফুরসহ মোট দুইজন ওই প্রশিক্ষণ প্লেনে অবস্থান করছিলেন। তারা দুইজনই বর্তমানে অক্ষত অবস্থায় আছেন।

দুর্ঘটনার কারণ জানতে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি।

তবে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণে রাজশাহী বিমানবন্দরে উড্ডয়ন ও অবতরণ সাময়িকভাবে বন্ধ আছে। রানওয়ে ক্লিয়ার হলে পুনরায় বিমান চলাচল শুরু হবে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট