৮ জানুয়ারি, ২০২১ | ৫:৪৬ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যু হয়েছে ৭ হাজার ৭৩৪ জনের।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, দেশে নতুন করে আরও ৭৮৫ জনের শরীরে করোনার জীবাণু পাওয়া গেছে। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫ লাখ ২০ হাজার ৬৯০।
শুক্রবার (৮ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গত একদিনে ৮৩৩ জন সুস্থ নিয়ে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৪ লাখ ৬৫ হাজার ২৭৯ জন।
অধিদপ্তর জানায়, ১৮১টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৬৮টি নমুনা সংগ্রহ এবং ১৩ হাজার ৬৮১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৩৩ লাখ ৩১ হাজার ৪৯১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
পূর্বকোণ/আরপি
The Post Viewed By: 249 People