৭ জানুয়ারি, ২০২১ | ৪:০৩ অপরাহ্ণ
অনলাইন ডেস্ক
সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যু হয়েছে ৭ হাজার ৭১৮ জনের।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, দেশে নতুন করে আরও ১ হাজার ৭ জনের শরীরে করোনার জীবাণু পাওয়া গেছে। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫ লাখ ১৯ হাজার ৯০৫।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
গত একদিনে ৯৬৬ জন সুস্থ নিয়ে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৪ লাখ ৬৪ হাজার ৪৪৬ জন।
অধিদপ্তর জানিয়েছে, ১৮১টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৬৩৪টি নমুনা সংগ্রহ এবং ১৫ হাজার ৩৮১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৩৩ লাখ ১৭ হাজার ৮১০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
পূর্বকোণ/এএ
The Post Viewed By: 328 People