চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

২৫ জনকে দেশত্যাগে নিষেধাজ্ঞা, রয়েছেন পিকে হালদারের মা’ও

নিজস্ব প্রতিবেদক

৫ জানুয়ারি, ২০২১ | ২:৩৬ অপরাহ্ণ

পিকে হালদারের (প্রশান্ত কুমার হালদার) মা লীলাবতি হালদার ও তার সহযোগী অমিতাভ অধিকারীসহ ২৫ জনের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ মঙ্গলবার (৫ জানুয়ারি) এ আদেশ দেন।

আদালতে ডেপুটি এটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক রাষ্ট্রপক্ষে শুনানি করেন। এছাড়াও সহকারী এটর্নি জেনারেল মেহেজাবীন রাব্বানি দিপা ও সহকারী এটর্নি জেনারেল আন্না খানম কলি ছিলেন।

অপরদিকে, মো. খুরশীদ আলম খান ও মো. মোশাররফ হোসেন দুদক’র পক্ষে ছিলেন।

যাদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, হারুনুর রশিদ (ফাস ফাইনান্স), পি কে হালদারের বন্ধু উজ্জ্বল কুমার নন্দী, সামি হুদা, পি কে হালদারের চাচাতো ভাই অমিতাভ অধিকারী, অবন্তিকা বড়াল, শামীমা (আইএলএফএসএল), রুনাই (আইএলএফএসএল), সাবেক সচিব ও ইন্টারন্যাশনাল লিজিংয়ের চেয়ারম্যান এন আই খান, সুকুমার মৃধা (ইনকাম ট্র্যাক্স আইনজীবী), অনিন্দিতা মৃধা, তপন দে, স্বপন কুমার মিস্ত্রি, অভিজিৎ চৌধুরী, রাজিব সোম, ব্যাংক এশিয়ার সাবেক পরিচালক ইরফান উদ্দিন আহমেদ, অঙ্গন মোহন রায়, নঙ্গ চৌ মং, নিজামুল আহসান, মানিক লাল সমাদ্দার, সোহেল সামস।

এদের মধ্যে লীলাবতী হালদার, অমিতাভ অধিকারী, অভিজিৎ অধিকারী, ইরফান উদ্দিন আহমেদ ও উজ্জ্বল কুমার নন্দীর পাসপোর্ট উচ্চ আদালতের নির্দেশে জব্দ আছে।

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট