চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

জরুরি ব্যবহারে অক্সফোর্ডের টিকার অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

৪ জানুয়ারি, ২০২১ | ৭:৪১ অপরাহ্ণ

অক্সফোর্ডের করোনা টিকা জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। সোমবার (৪ ডিসেম্বর) অক্সফোর্ড-এস্ট্রাজেনেকার ভ্যাকসিন আমদানিতে বেক্সিমকোকে অনাপত্তি (এনওসি) দেয়া হয়। এই অনুমোদনের ফলে সেরাম ইনস্টিটিউটের টিকা দেশে আনতে কোনো ধরনের বাধা থাকছে না।

ঔষধ প্রশাসনের মহাপরিচালক মেজর জেনারেল ডা. মাহবুবুর রহমান বলেন, আমরা নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) দিয়েছি। ফলে বেক্সিমকো চাইলে এখন ভ্যাকসিন আনতে পারবে।

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান একইদিন বিকালে এক সংবাদ সম্মেলনে বলেন, চুক্তি মোতাবেক বাংলাদেশে অনুমোদন পাওয়ার এক মাসের মধ্যে সেরাম ইনস্টিটিউটের টিকার প্রথম চালান পাঠানোর কথা রয়েছে।

জানা যায়, আজ সোমবার সন্ধ্যায় টিকা আমদানির অনুমোদন দেয় অধিদপ্তর। এর আগে দুপুরে বেক্সিমকো এনওসি চেয়ে আবেদন করে।

ঔষুধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক আইয়ুব হোসেন বলেন, ‘নো অবজেকশনে’র মাধ্যমে অনুমোদন দেয়ার কারণে ক্লিনিক্যাল ট্রায়ালের প্রয়োজন নেই। অনুমোদন পাওয়ার এক মাসের মধ্যেই টিকাটি পেতে যাচ্ছে বাংলাদেশ। এমনকি টিকাটি ১০ দিনের মধ্যেও চলে আসতে পারে।

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট