৪ জানুয়ারি, ২০২১ | ৩:০৩ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
চতুর্থ ধাপে আগামী ১৪ ফেব্রুয়ারি ৫৬টি পৌরসভায় অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৭ জানুয়ারি, যাচাই-বাছাই ১৯ জানুয়ারি, প্রত্যাহারের শেষ দিন ২৬ জানুয়ারি।
রবিবার (৪ ডিসেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর তফসিল ঘোষণাকালে এসব তথ্য জানান।
তিনি বলেন, ৫৬ পৌরসভার মধ্যে ৩১টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ও বাকি ২৫টিতে কাগজের ব্যালটে ভোটগ্রহণ হবে। এর আগে কমিশনের বৈঠকে তফসিলের বিষয়ে সিদ্ধান্ত হয়।
এ নিয়ে করোনাভাইরাস মহামারির মধ্যে চার ধাপের তফসিল ঘোষণা করল ইসি। প্রথম ধাপের ২৪টি পৌরসভায় ২৮ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দ্বিতীয় ধাপে ১৬ জানুয়ারি ৬১ পৌরসভায় ভোট হবে। তৃতীয় ধাপে ৬৪টি পৌরসভায় ৩০ জানুয়ারি ভোট হবে।
পূর্বকোণ/মামুন
The Post Viewed By: 178 People