চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

প্রণোদনা প্যাকেজ: ছোট ঋণ পাওয়ার সময় বাড়ল ৩১ মার্চ পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক

৪ জানুয়ারি, ২০২১ | ১:১৯ অপরাহ্ণ

মহামারীর ক্ষতি সামলে উঠতে সরকার ক্ষুদ্র, কুটির শিল্প ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের জন্য ২০ হাজার কোটি টাকার যে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে, সেখান থেকে ঋণ পাওয়ার সময় আরও তিন মাস বাড়ানো হয়েছে। এখন নতুন বছরের ৩১ মার্চ পর্যন্ত এই তহবিল থেকে ঋণ পাবেন ছোট ও মাঝারি উদ্যোক্তারা। ঋণ বিতরণে আশানুরূপ ফল না পাওয়ায় এ নিয়ে চার দফা বাড়ানো হলো এই সময়।

গত ১৩ এপ্রিল এই তহবিলের নীতিমালা ঘোষণা করেছিল বাংলাদেশ ব্যাংক। তাতে অগাস্ট মাস পর্যন্ত এ তহবিল থেকে ঋণ দেওয়ার কথা বলা হয়েছিল। পরে তা দুই মাস বাড়িয়ে ৩১ অক্টোবর পর্যন্ত সময় দেওয়া হয়। পরে আরও দুই বার এক মাস করে দুই মাস সময় বাড়িয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। সর্বশেষ ৩১ ডিসেম্বর ছিল এই ঋণের জন্য আবেদন করার শেষ দিন। গতকাল রবিবার ওই সময় আরও তিন মাস বাড়িয়ে একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো সার্কুলারে বলা হয়েছে, “ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানসমূহ থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণে দেখা যাচ্ছে যে, কিছু ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান আলোচ্য প্যাকেজের আওতায় তাদের জন্য নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হলেও কিছু কিছু ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান তা অর্জন করতে পারেনি। “আলোচ্য প্যাকেজের আওতায় সকল ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানের অর্জন নিশ্চিত করতে উক্ত প্যাকেজের আওতায় ঋণ বিতরণ লক্ষ্যমাত্রা বাস্তবায়নের সময়সীমা মার্চ ৩১, ২০২১ তারিখ পুনঃনির্ধারণ করা হলো।” (বিডিনিউজ)

 

পূর্বকোণ/পি-মামুন

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট