১ জানুয়ারি, ২০২১ | ৪:০৮ অপরাহ্ণ
অনলাইন ডেস্ক
নতুন বছরের প্রথম দিনেই (গত ২৪ ঘণ্টায়) করোনা আক্রান্ত হয়ে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যু হয়েছে ৭ হাজার ৫৭৬ জনের।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, দেশে নতুন করে আরও ৯৯০ জনের শরীরে করোনার জীবাণু পাওয়া গেছে। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫ লাখ ১৪ হাজার ৫০০ জনে।
শুক্রবার (৩১ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এছাড়া দেশে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ১৯৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৫৮ হাজার ৬৫৬ জন।
পূর্বকোণ/এএ
The Post Viewed By: 235 People