চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

জটিল রোগে আক্রান্তদের করোনা হলে দ্রুত হাসপাতালে ভর্তির পরামর্শ

পূর্বকোণ ডেস্ক

২৬ ডিসেম্বর, ২০২০ | ৬:১৩ অপরাহ্ণ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৩০ জন। তাদের মধ্যে ১৩ জন অর্থাৎ ৪৩ দশমিক ৩৩ শতাংশই আগে থেকে অন্য রোগে আক্রান্ত ছিলেন। শনিবার ( ২৬ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, যারা আগে থেকে দীর্ঘমেয়াদি জটিল রোগে আক্রান্ত তারাসহ বয়োজ্যেষ্ঠরা করোনায় আক্রান্ত হলে দ্রুত হাসপাতালে ভর্তি হতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মারা যাওয়া ১৩ জনের মধ্যে একজন উচ্চ রক্তচাপ, চারজন ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ, একজন কিডনি রোগে আক্রান্ত ছিলেন। এছাড়া উচ্চ রক্তচাপ ও হৃদরোগে তিনজন, হাইপোথাইরয়েড এবং উচ্চ রক্তচাপে আক্রান্ত ছিলেন একজন, উচ্চ রক্তচাপ ও এজমাতে আক্রান্ত ছিলেন একজন, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কিডনি রোগে একজন এবং উচ্চ রক্তচাপ ও হৃদরোগে আক্রান্ত ছিলেন একজন।

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট