২৩ ডিসেম্বর, ২০২০ | ৪:৩৬ অপরাহ্ণ
অনলাইন ডেস্ক
কোনো রকম আগাম ঘোষণা না দিয়ে সৌদি ফ্লাইট বন্ধ করে দেওয়ায় সৌদিগামী শতাধিক কর্মীকে আবুধাবি থেকে দেশে ফিরে আসতে হয়েছে।
আজ বুধবার (২৩ ডিসেম্বর) বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের অভিবাসন কর্মসূচি প্রধান শরিফুল হাসান ফেরত আসাদের উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, করোনার নতুন সংক্রমণ ঠেকাতে হঠাৎ করে বিমান চলাচল বন্ধ করায় করোনা পরিস্থিতি কাটার পর বিদেশে কর্মীদের যাওয়া বাধাগ্রস্ত হবে।
ফেরত আসা বাংলাদেশিরা জানিয়েছেন, গত ২০ ডিসেম্বর বাংলাদেশ থেকে ইত্তিহাদ এয়ারওয়েজে তারা সৌদি আরবের উদ্দেশে রওনা দিয়েছিলেন।
কিন্তু সৌদি ফ্লাইট বন্ধ থাকায় তাদের ফিরে আসতে হয়েছে।
পূর্বকোণ/এএ
The Post Viewed By: 127 People