২১ ডিসেম্বর, ২০২০ | ১:২৬ অপরাহ্ণ
অনলাইন ডেস্ক
কুষ্টিয়ায় বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর মামলায় যুবলীগ নেতা আনিসুর রহমানসহ তিন আসামির তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২১ ডিসেম্বর) বেলা ১২টায় কুষ্টিয়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সেলিনা খাতুন এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে সকালে আসামিদের জেলহাজত থেকে আদালতে আনা হয়। পুলিশ এ মামলায় সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছিল।
কুষ্টিয়ায় আদালতের ইন্সপেক্টর রেজাউল ইসলাম জানান, তিন আসামিকে সকালে আদালতে হাজির করলে রিমান্ড শুনানি শুরু করেন আদালত। বিচারক তাদের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতের কোনো এক সময় কুমারখালী উপজেলার কয়া মহাবিদ্যালয়ে স্থাপিত বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্যটির নাক ও ডান গালের কিছু অংশ ভেঙে ফেলা হয়। শুক্রবার সকালে বিষয়টি নজরে আসে।
এ ঘটনার মামলায় পুলিশ ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিসুর রহমান ও তার দুই সহযোগী সবুজ হোসেন ও হৃদয় আহম্মেদকে গ্রেপ্তার করে। বাচ্চু নামের একজন পলাতক রয়েছেন।
১৯১৫ সালের ১০ সেপ্টেম্বর ইংরেজ পুলিশ বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে নিহত হন বিপ্লবী বাঘা যতীন। কয়া গ্রামে বাঘা যতীনের বাস্তুভিটায় কয়া মহাবিদ্যালয়ে কয়েক বছর আগে স্থাপন করা হয় তার আবক্ষ ভাস্কর্যটি।
পূর্বকোণ/পিআর
The Post Viewed By: 108 People