২০ ডিসেম্বর, ২০২০ | ৭:৩৫ অপরাহ্ণ
অনলাইন ডেস্ক
অবসরপ্রাপ্ত কর্নেল শহিদ উদ্দিন চৌধুরীকে নয় বছর কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আয়কর ফাঁকি আইনে অভিযোগ এনে তার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। রবিবার (২০ ডিসেম্বর) ঢাকার বিশেষ জজ-১০ বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী শাহ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু জানান, অবসরপ্রাপ্ত কর্নেল শহিদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে আয়কর ফাঁকির অভিযোগে পৃথক তিনটি ধারায় সর্বোচ্চ শাস্তি নয় বছর প্রদান করেন আদালত। তার বিরুদ্ধে আয়কর ফাঁকির অভিযোগ এনে আয়কর কর্তৃপক্ষ মামলাটি দায়ের করেন। রাষ্ট্রপক্ষ থেকে তারা মামলাটি প্রমাণ করতে সক্ষম হয়েছে বিধায় বিজ্ঞ আদালতে আসামিকে এই ধারায় নয় বছর কারাদণ্ড প্রদান করা হয়।
উল্লেখ্য, গত ২০১৯ সালের ২৫ সেপ্টেম্বর আয়কর ফাঁকির অভিযোগ এনে ঢাকার কর অঞ্চল-৯-এ মামলা করেন সহকারী কর কমিশনার শেখ আলী হাসান।
পূর্বকোণ / আরআর
The Post Viewed By: 113 People