১৭ ডিসেম্বর, ২০২০ | ১২:৫৯ অপরাহ্ণ
অনলাইন ডেস্ক
ভারতের পোস্টার ডিপার্টমেন্ট থেকে প্রকাশিত বঙ্গবন্ধুর ওপর একটি স্মারক ডাক টিকিট যৌথভাবে উদ্বোধন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকালে এক ভার্চুয়াল বৈঠকে এই ডাক টিকিট উদ্বোধনের পর অবমুক্ত করেন তারা। একইসঙ্গে বঙ্গবন্ধু-বাপু (মহাত্না গান্ধী) ডিজিটাল এক্সিবিশন উদ্বোধন করেন তারা। দুই নেতার ওপর একটি ছোট প্রমোও দেখানো হয়।
সকাল ১১টায় শুরু হওয়া বৈঠকে দুই দেশের সরকারপ্রধান চিলাহাটি-হলদিবাড়ি রেল যোগাযোগও উদ্বোধন করেছেন। ৫৫ বছর পরে আবার দুই প্রধানমন্ত্রীর হাত ধরে এই রেললাইনটি চালু হলো। ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের পর থেকে এই রেল লাইন বন্ধ ছিল।
এর আগে সকালে ভার্চুয়াল বৈঠকের আগেই দুই দেশের মধ্যে সাতটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকাল ৯টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এগুলো সই হয়। বাণিজ্য, কৃষি, জ্বালানি ও পরিবেশসহ অন্যান্য বিষয়ে এই সমঝোতা হয়।
পূর্বকোণ/পিআর
The Post Viewed By: 140 People