চট্টগ্রাম রবিবার, ০২ এপ্রিল, ২০২৩

১৪ জুন, ২০১৯ | ২:৩৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক , ঢাকা অফিস

বাজেট পরবর্তী সংবাদ সম্মেলন অর্থমন্ত্রীর পরিবর্তে আজ প্রধানমন্ত্রী

২০১৯-২০ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে আজ শুক্রবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকাল তিনটায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সাধারণত বাজেট পেশের পর অর্থমন্ত্রী এ সংবাদ সম্মেলন করেন। তবে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল অসুস্থ থাকায় এবার বাজেট নিয়ে প্রধানমন্ত্রী নিজেই সংবাদ সম্মেলন করবেন বলে তার কার্যালয় সূত্রে জানা গেছে। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো তার দৈনন্দিন কাজের সূচিতেও সংবাদ সম্মেলনের বিষয়টি উল্লেখ আছে। প্রসঙ্গত, অর্থমন্ত্রী অসুস্থ হয়ে গত কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। গতকাল
। ৯ম পৃষ্ঠার ৪র্থ ক.

বৃহস্পতিবার বাজেট পেশ করার জন্য হাসপাতাল থেকে সরাসরি জাতীয় সংসদে যান তিনি। বাজেট উপস্থাপনের সময়ও তিনি অসুস্থ ছিলেন। এমনকি বাজেট বক্তব্য কিছুটা পড়ে বাকিটা পড়ার জন্য একটু সময় নেন। কিন্তু অসুস্থতার কারণে পরে আর তিনি বাজেট উপস্থাপন করতে পারেননি। পরে অর্থমন্ত্রীর হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে বাজেট পেশ করেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট