৯ ডিসেম্বর, ২০২০ | ৬:১৭ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
শ্রেষ্ঠ জয়িতা হিসেবে পুরস্কৃত হলেন রাজশাহীর সেই নারী, সংবাদপত্র বিক্রেতা দিল আফরোজ খুকি। বুধবার (৯ ডিসেম্বর) বেগম রোকেয়া দিবস উপলক্ষে রাজশাহীর সপুরার মানবসম্পদ উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে এক আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর। এতে সভা শেষে খুকিসহ ১০ জনকে শ্রেষ্ঠ জয়িতা হিসেবে সংবর্ধনা ও পুরস্কৃত করা হয়।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ শরিফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক আব্দুল জলিল। বিশেষ অতিথি ছিলেন- সমাজসেবী শাহিন আক্তার রেনী, অধ্যাপক ড. তানজিমা জোহরা হাবিব ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শবনম শিরিন।
অন্যান্য শ্রেষ্ঠ জয়িতারা হলেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী নিলুফা ইয়াসমিন, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ড. হোসেন আরা আরজু, সফল জননী নারী কানন রায়। এছাড়াও জেলা থেকে একই বিবেচনায় জয়িতা সংবর্ধিত হয়েছেন শাহীনা লাইজু, নিলুফা ইয়াসমিন, হোসেনে আরা আরজু, মোছম্মৎ নুরুন্নাহার ও লক্ষ্মী মারডি।
পূর্বকোণ/আরপি
The Post Viewed By: 135 People