চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ছে না: এনবিআর চেয়ারম্যান

অনলাইন ডেস্ক

২৯ নভেম্বর, ২০২০ | ১২:৪৮ অপরাহ্ণ

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান (এনবিআর) আবু হেনা মো. রহমাতুল মুনিম জানিয়েছেন, আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ানো হবে না। তবে আবেদন করে সময় নিতে পারবেন করদাতারা। এক্ষেত্রে যে জরিমানা হবে তা আরোপ করার ক্ষেত্রে কর কমিশনারদের নমনীয় হওয়ার পরামর্শ দিয়েছে এনবিআর। এক্ষেত্রে ৩০ নভেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে।

 রবিবার (২৯ নভেম্বর) সকালে এক সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম এ কথা জানান।

তিনি বলেন, “আয়কর রিটার্ন দাখিলের সময় ৩০ নভেম্বর পর্যন্তই থাকবে, সময় বাড়ানোর কোনো সুযোগ নেই, সময় বাড়ানো হচ্ছে না।”

চলতি কর বছরের ২৬ নভেম্বর পর্যন্ত সারাদেশে ১৩ লাখ ২০ হাজার ৮২৫টি রিটার্ন দাখিল হয়েছে। এতে দুই হাজার ৩৮৭ কোটি টাকার কর জমা পড়েছে। যা গত বছরের একই সময়ের তুলনায় ১৯৩ কোটি টাকা কম। তবে এ বছর মোট রিটার্ন দাখিল হয়েছে বেশি। গত বছরের ২৬ নভেম্বব পর্যন্ত ১২ লাখ ৫৭ হাজার ৬২৬টি রিটার্ন দাখিল করেছিলেন করদাতারা। গত জুন শেষে দেশে টিআইএনধারীর সংখ্যা দাঁড়িয়েছে ৫০ লাখ ৭২ হাজার ৫৬৭ জন।

এনবিআর চেয়ারম্যান বলেন, করোনাভাইরাস এখন আর নতুন কিছু নয়। প্রায় এক বছর ধরে আছে। ফলে এই অজুহাতে সময় বাড়ানোর যুক্তি নেই। তবে আবেদন করা সময়ে করদাতাদের থেকে জরিমানা আদায়ে কর কমিশনারদের নমনীয় হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট