১৯ নভেম্বর, ২০২০ | ৪:২২ অপরাহ্ণ
অনলাইন ডেস্ক
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নূর-এ আলম তপন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মারা যান তিনি।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ৫ নভেম্বর করোনা, নিউমোনিয়া এবং ফুসফুসের সমস্যায় তীব্র শ্বাসকষ্ট নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে ভর্তি হোন তিনি। চিকিৎসাধীন অবস্থায় এক সপ্তাহ পর আজ বৃহস্পতিবার সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
উল্লেখ্য, নূর-এ আলম তপন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের এম. এস এ অধ্যয়নরত। বঙ্গবন্ধু শেখ মুজিব আবাসিক হলের ছাত্র ছিলেন তিনি। এছাড়া বাকৃবির পশুপালন অনুষদ ছাত্র সমিতির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্বরত ছিলেন।
পূর্বকোণ/এএ
The Post Viewed By: 118 People