চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

‘করোনা ঠেকাতে ভ্যাকসিনের তিন বিকল্প ’

পূর্বকোণ ডেস্ক

১৮ নভেম্বর, ২০২০ | ৮:৩৯ অপরাহ্ণ

করোনার ভ্যাকসিন (টিকা) পাওয়ার আগ পর্যন্ত সচেতনভাবে জীবনযাপন করা ছাড়া অন্য কোন উপায় নেই। ভ্যাকসিন আসলেই আসবে কিনা আমরা তা জানি না। কবে আসবে তাও জানি না। তবে ভ্যাকসিন না পেলেও যদি তিনটি কাজ চালিয়ে যেতে পারি, তাহলে সংক্রমণ ঠেকানো সম্ভব। ৮০ শতাংশ ক্ষেত্রে মাস্ক পরলেই সংক্রমণ ঠেকানো সম্ভব, হাত ধোঁয়া চালু রাখলেই হবে এবং শারীরিক দূরত্ব মেনে চলতে হবে।’  মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর বিএমএ মিলনায়তনে বঙ্গবন্ধু মেডিক্যাল টেকনোলজিস্ট পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক ও ইউজিসি অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ এসব কথা বলেন।

ডা. আবদুল্লাহ বলেন, আমরা যারা চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, টেকনোলজিস্ট আছি তারা হয়তো দ্বিতীয় ঢেউ সামাল দিতে পারবো বলে আমার বিশ্বাস। কারণ, আমরা অভিজ্ঞতা অর্জন করেছি। পৃথিবীর যত ওষুধ আছে, আমাদের দেশে এখন মোটামুটি সবই পাওয়া যায়। হাসপাতাল অনেকগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, তবে এর কারণ রোগী নাই। আমি অবশ্য অনুরোধ করেছি সেগুলো প্রস্তুত রাখতে। কারণ, আল্লাহ না করুক, আগের মতো অবস্থা হলে ২৪ ঘণ্টার মধ্যে হাসপাতাল খোলার ব্যবস্থা থাকতে হবে।

 

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট