চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ঢাকায় বাসে আগুন আসামি চট্টগ্রামের তিন যুবদল নেতা

রাজধানীতে বাসে আগুন: ৬ থানায় ৯ মামলা, গ্রেপ্তার ২০

নিজস্ব প্রতিবেদক

১৩ নভেম্বর, ২০২০ | ৫:৫২ অপরাহ্ণ

রাজধানীর বিভিন্ন স্থানে ১০ বাসে আগুন দেয়ার ঘটনায় ডিএমপি’র ৬ থানায় (পল্টন, মতিঝিল, শাহবাগ, ভাটারা, কলাবাগান ও বংশাল) এ পর্যন্ত ৯টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার (১৩ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

ডিএমপি মিডিয়া এন্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) ওয়ালিদ হোসেন বলেন, এখন পর্যন্ত ৬টি থানায় মোট ৪০৩ জনকে আসামি করে বাদি হয়ে ৯টি মামলা দায়ের করেছে পুলিশ। এদের শাহবাগ থানায় ৬ জন, পল্টন থানায় ৯ জন, বংশাল থানা ২ জন, কলাবাগান থানা ২ জন ও মতিঝিল থানা একজনকে গ্রেপ্তার করা হয়েছে।। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে থানা পুলিশের একাধিক টিম।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনের দিন রাজধানীর শাহবাগ, প্রেসক্লাব, গুলিস্তান, মতিঝিল, নয়াবাজার, ভাটারা, শাহজাহানপুর, বিমানবন্দরসহ নয়টি স্থানে ১০টি বাসে আগুন দেয়া হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

 

 

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট