১১ নভেম্বর, ২০২০ | ৪:১৩ অপরাহ্ণ
অনলাইন ডেস্ক
বৈশ্বিক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৬ হাজার ১২৭ জন। এছাড়া দেশে ১৪ হাজার ৫২৪ টি নমুনা পরীক্ষায় নতুন করে আরও ১ হাজার ৭৩৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত হয়েছে ৪ লাখ ২৫ হাজার ৩৫৩ জন। গত ২৪ ঘণ্টায় এক হাজার ৭১৫ জন এবং এখন পর্যন্ত মোট ৩ লাখ ৪৩ হাজার ১৩১ জন সুস্থ হয়েছেন।
আজ বুধবার (১১ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১১ দশমিক ৯৩ শতাংশ। এখন পর্যন্ত শনাক্তের হার ১৭ দশমিক ১২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮০ দশমিক ৬৭ শতাংশ, মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।
এছাড়া বিভাগ বিশ্লেষণে জানা যায়, মারা যাওয়া ১৯ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৫ জন, চট্টগ্রাম বিভাগে ৩ জন এবং রংপুর বিভাগে একজন রয়েছেন।
পূর্বকোণ/এএ
The Post Viewed By: 154 People