১০ নভেম্বর, ২০২০ | ৫:৫৭ অপরাহ্ণ
অনলাইন ডেস্ক
নড়াইলে বৃদ্ধা মাকে ভরণ-পোষণ না দেওয়ায় ছেলেকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে নড়াইলের কালিয়ায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাজমুল হুদা এ সাজা প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কালিয়া উপজেলার বিলবাউচ গ্রামের মৃত সাইদ মোল্যার ছেলে আকরাম মোল্যা (৫৫) তার বৃদ্ধা মাকে ভরণ-পোষণ দিতেন না।
মায়ের অভিযোগের প্রেক্ষিতে ছেলে আকরামকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আকরামকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডিত আকরামকে নড়াইল জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পূর্বকোণ/পিআর
The Post Viewed By: 192 People