চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

শ্বশুরবাড়িতে গিয়ে শিকলবন্দি হল জামাই

অনলাইন ডেস্ক

১০ নভেম্বর, ২০২০ | ৩:১৬ অপরাহ্ণ

বরগুনা উপজেলার বুড়িরচরে শ্বশুরবাড়িতে জামাইকে শিকলে দিয়ে বেঁধে রাখার অভিযোগ উঠেছে। উদ্ধার হওয়া যুবকের নাম আবুল খায়ের (২৬)। তিনি পিরোজপুরের নাজিরপুর উপজেলার ছোট আমতলা গ্রামের আবদুল ওহাব শেখের ছেলে।

সোমবার (৯ নভেম্বর) উপজেলার বুড়িরচর ইউনিয়নের পশ্চিম বুড়িরচর গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় যুবকের স্ত্রী, শাশুড়ি ও শ্যালককে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন- যুবকের স্ত্রী মৌসুমী আক্তার কাকলী, শ্যালক সোহাগ সরদার ও শাশুড়ি খাদিজা বেগম।

জানা গেছে, আবুল খায়ের ও মৌসুমী আক্তার কাকলীর বিয়ের সময় কাবিন করা হয়নি। বিয়ের পর ২ বছর পার হলেও কাবিন না করায় রবিবার সন্ধ্যায় আবুল খায়ের শ্বশুরবাড়িতে গেলে তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়।

এ ব্যাপারে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত ককর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, সোমবার রাত ১০টার দিকে খবরটি শোনার পর পুলিশ ওই বাড়ি থেকে আবুল খায়েরকে উদ্ধার করে এবং তিন জনকে আটক করেছে।

আবুল খায়েরের শ্যালক সোহাগ সরদার জানান, তার বোনের বিয়ের সময় কাবিন হয়নি। তাই কাবিন করতে বাধ্য করার জন্য বোনের জামাইকে বেঁধে রেখেছেন। কাবিন করলেই তাকে ছেড়ে দেওয়া হতো।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট