চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

রায়হান হত্যা: এসআই আকবর ৭ দিনের রিমান্ডে

অনলাইন ডেস্ক

১০ নভেম্বর, ২০২০ | ১:৫১ অপরাহ্ণ

সিলেটে পুলিশ ফাঁড়িতে রায়হান রায়হনাকে পিটিয়ে হত্যা মামলায় প্রধান আসামি এসআই আকবর ৭ দিনের রিমান্ডে।

আজ মঙ্গলবার (১০ নভেম্বর) আদালত এ আদেশ দেন।

এর আগে সোমবার (৯ নভেম্বর) দুপুর দেড়টার দিকে সিলেটের কানাইঘাট সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  ভারতে পালিয়ে যাওয়ার পথে কানাইঘাটের ডনা সীমান্ত থেকে জেলা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া কর্মকর্তা ও ডিবির পরিদর্শক সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, বরখাস্ত এসআই আকবরকে ভারতীয় সীমান্ত থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে সিলেটে আনা হয়।

এদিকে গত ২১ অক্টোবর এসআই আকবর হোসেন ভূঁইয়াকে ফাঁড়ি থেকে পালাতে সহায়তা করা ও তথ্য গোপনের অপরাধে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির টু আইসি এসআই হাসান উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়।

উল্লেখ্য, পুলিশ হেফাজতে ১১ অক্টোবর নগরীর আখালিয়া এলাকার যুবক রায়হান আহমদ মারা যাওয়ার ঘটনায় সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এসআই আকবরসহ চার জনকে সাময়িক বহিষ্কার এবং তিন জনকে প্রত্যাহার করা হয়। বরখাস্তদের মধ্যে রয়েছেন–কনস্টেবল হারুনুর রশিদ, তৌহিদ ও টিটু দাস। প্রত্যাহার হওয়া তিন জন হলেন−এএসআই আশেক এলাহী, এএসআই কুতুব আলী ও কনস্টেবল সজীব হোসেন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট