৭ নভেম্বর, ২০২০ | ৬:৫২ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌনে তিন কেজি স্বর্ণ ও ৯২টি মোবাইল ফোনসহ পাঁচ যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। আজ শনিবার (৭ নভেম্বর) দুপুরে অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে আনা এসব জিনিস উদ্ধার করা হয়। বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শনিবার ভোর ৫টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওই পাঁচ যাত্রী দুবাই থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। পরে গ্রিন চ্যানেল পেরিয়ে যাওয়ার সময় সন্দেহ হওয়ায় তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তল্লাশির একপর্যায়ে তাদের কাছ থেকে দুই কেজি ৬৭৫ গ্রাম স্বর্ণালঙ্কার, স্বর্ণের বার ও ৯২টি মোবাইল ফোন জব্দ করা হয়।
তিনি আরও বলেন, স্বর্ণ ও মোবাইলগুলো শুল্ক ফাঁকি দিয়ে আনা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে বিমানবন্দর থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয় চলছে।
পূর্বকোণ/আরপি
The Post Viewed By: 207 People