চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

ফেসবুকে ‘উস্কানিমূলক পোস্ট’ দেয়ায় ঢাকায় তরুণী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

৬ নভেম্বর, ২০২০ | ৪:৪০ অপরাহ্ণ

ফেসবুকে ধর্মীয় উস্কানিমূলক পোস্ট দেয়ার অভিযোগে রাজধানীর মিরপুর এলাকা থেকে ইসরাত জাহান রেইলি (১৯) নামের এক তরুণীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে দারুস সালাম থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন র‍্যাব-৪-এর সিনিয়র এএসপি সাজেদুল ইসলাম।

তিনি জানান, রেইলি নিজ নামে সাতটি ফেসবুক আইডি, দুটি ব্যক্তিগত ফেসবুক পেজ এবং টুইটার আইডি থেকে দীর্ঘদিন ধরে ধর্মীয় উস্কানিমূলক ও বিদ্বেষমূলক পোস্ট করে আসছিলেন। তার একাধিক ফেসবুক আইডি নিষ্ক্রিয় হয়ে যাওয়ার পরও তিনি নতুন আইডি খুলে ধর্মীয় উস্কানিমূলক প্রচারণার চেষ্টা চালিয়ে আসছিলেন। গ্রেপ্তার তরুণী অভিযোগের সত্যতা স্বীকার করেছেন।

এছাড়া, উস্কানিমূলক বিভিন্ন কুরুচিপূর্ণ ব্যঙ্গচিত্র, বক্তব্য ও ধর্মীয় বিদ্বেষী ডিজিটাল কন্টেন্টের স্ক্রিনশট জব্দ করায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এএসপি সাজেদুল ইসলাম।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট