৫ নভেম্বর, ২০২০ | ১:৩৮ অপরাহ্ণ
অনলাইন ডেস্ক
অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে শিশু, নারী ও পুরুষসহ সাত জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এসময় কোনও পাচারকারীকে আটক করতে পারেনি তারা।
আটকরা হলো- লাবনী বেগম (২৫) ও তার দেড় বছরের এক কন্যা, হাসিনা বেগম (২০), জালাল উদ্দিন (৩৫), ফিরোজা হাওলাদার ( ৩২) তার স্ত্রী জোসনা বেগম (২৮) এবং তার দুই বছর বয়সী ছেলে। এদের বাড়ি নড়াইল, যশোর, জামালপুর ও বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায়।
বুধবার (৪ নভেম্বর) রাত সাড়ে ৯টার সময় পুটখালী সীমান্ত থেকে তাদের আটক করা হয়। আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) তাদের যশোর আদালতে সোপর্দ করা হবে বলে জানান বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মামুন খান।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়ানের পুটখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার শাহআলম জানান, পুটখালী সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বেশকিছু নারী পুরুষ বাংলাদেশে প্রবেশ করবে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে শিশু, নারী পুরুষসহ সাত জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামালা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/পিআর
The Post Viewed By: 116 People