২ নভেম্বর, ২০২০ | ৯:২৪ অপরাহ্ণ
সৌদি আরব সংবাদদাতা
সৌদি আরবের পবিত্র মদিনা মনোয়ারাসহ পাঁচটি আন্তর্জাতিক রুটে ফের ফ্লাইট বাতিল ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এসব রুটে বিমানের ফ্লাইট চলবে না। অন্য রুটগুলো হলো- ম্যানচেস্টার, ব্যাংকক, কাঠমান্ডু ও কুয়েত। আজ সোমবার (২ নভেম্বর) বিমান বাংলাদেশের ওয়েবসাইটে এক নোটিশে এসব তথ্য জানানো হয়।
নোটিশে উল্লেখিত এসব রুটে ফ্লাইট চালুর দিন ও তারিখ পরবর্তীতে জানিয়ে দেয়া হবে বলেও জানানো হয়।
প্রসঙ্গত, করোনার প্রাদুর্ভাবের কারণে যুক্তরাজ্য, চীন, হংকং, থাইল্যান্ড ছাড়া অন্য সব দেশের সঙ্গে গত ২১ থেকে ৩১ মার্চ পর্যন্ত সব ধরনের ফ্লাইট বন্ধ ছিল। একই সময় পর্যবন্ত অভ্যন্তরীণ রুটেও যাত্রীবাহী ফ্লাইট বন্ধের ঘোষণা দিয়েছিল বেবিচক। এরপর আরেক ঘোষণায় ৭ এপ্রিল পর্যন্ত চীন বাদে সব দেশের সঙ্গে বিমানের চলাচলে নিষেধাজ্ঞা জারি করে রাষ্ট্রীয় সংস্থাটি।
পরে সরকারের সাধারণ ছুটির সঙ্গে সমন্বয় করে কয়েক ধাপে নিষেধাজ্ঞা বাড়ানো হয়। অবশেষে গত ১৬ জুন প্রথমবারের মতো ঢাকা থেকে লন্ডন ও কাতার রুটে ফ্লাইট চলাচলের অনুমতি দেয় বিমান। এরপর ধীরে ধীরে অন্যান্য দেশের সঙ্গেও ফ্লাইট চালু করছে বিমান। কিন্তু এর মধ্যেই নতুন করে ওই পাঁচ রুটে ফের নিষেধাজ্ঞা আরোপ করা হল।
পূর্বকোণ/অভি-আরপি
The Post Viewed By: 167 People