চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

নভেম্বরে ঘূর্ণিঝড়, বৃষ্টি হতে পারে স্বাভাবিকের চেয়ে বেশি

পূর্বকোণ ডেস্ক

২ নভেম্বর, ২০২০ | ৭:১৮ অপরাহ্ণ

নভেম্বরে সাগরে দুয়েকটি নিম্নচাপ সৃষ্টি হয়ে একটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সোমবার চলতি মাসের আবহাওয়ার দীর্ঘমেয়াদী পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামসুদ্দিন আহমেদ জানান, এ মাসে দিনের ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমবে। তবে গড় তাপমাত্রা স্বাভাবিক থাকবে। নভেম্বরে স্বাভাবিকের চেয়ে একটু বেশি বৃষ্টিপাত হতে পারে। বঙ্গোপসাগরে দুয়েকটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। নভেম্বর মাসে রাতের তাপমাত্রা কমতে থাকবে। ডিসেম্বরের শেষার্ধে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট