চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

রাজাকারের তালিকা: নতুন আইনের খসড়া অনুমোদন

২০২১ সালে সরকারি ছুটি ২২ দিন

নিজস্ব প্রতিবেদক

২ নভেম্বর, ২০২০ | ৪:৫২ অপরাহ্ণ

২০২১ সালে মোট ২২ দিন সরকারি ছুটি ভোগ করবে বাংলাদেশ। তবে এর মধ্যে সাত দিনই পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবারে। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম আজ সোমবার (২ নভেম্বর) এ কথা জানান।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে ২০২১ সালের ছুটির তালিকা অনুমোদন দেয়া হয়।

আনোয়ারুল ইসলাম বলেন, আগামী বছরের জন্য ১৪ দিন সাধারণ ছুটি ও নির্বাহী আদেশে আট দিন সরকারি ছুটি মিলিয়ে মোট ছুটি থাকবে ২২ দিন। এর মধ্যে শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটির দিনে পড়েছে সাত দিনের ছুটি।

মন্ত্রিপরিষদ আরও বলেন, সচিব বলেন, ধর্মীয় উৎসবের জন্য মুসলমানদের ঐচ্ছিক ছুটি পাঁচ দিন, হিন্দুদের আট দিন, খ্রিস্টানদের আট দিন ও বৌদ্ধদের জন্য পাঁচ দিন রাখা হয়েছে।

 

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট